৬৪ জেলায় বিনা মুল্যে রক্তদানকারি সংগঠন।Blood donation team in Bangladesh

Blood manager dhaka. Blood manager all group. Blood donor in bangladesh. ব্লাড ব্যাংক ঢাকা
ব্লাড-ব্যাংক-বাংলাদেশ-blood-donate-in-dhaka


রক্তদানকারি গ্রুপঃ বাংলাদেশের সর্ববৃহত রক্তদাতা সংগঠনের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার লহ্ম্যেই পোষ্টটি লেখা। বিপদ আপদ বলে কয়ে আসে না তাই অতিব জরুরি একটি বিষয় রক্তদাতা সংগঠনের সমর্পকে জেনে রাখা ভালো। রক্তদানকারি জাতীয় পরিবার-Blood Donation National Family একটি সম্পুর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। ২৪ঘন্টাই তাদের সদস্যগন রক্ত সংগ্রহে নিয়োজিত। রক্তের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করলে হতাস হওয়ার সম্ভাবনা খুবই কম। তাদের ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন জেলার ৪৪.৫ হাজার সদস্য যুক্ত আছেন এবং প্রতিদিন শত শত মেম্বার যুক্ত হচ্ছে সেচ্ছাসেবী দলটির সাথে।আপনাদের কেও অনুরোধ করবো তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 

 সংগঠনের লহ্ম্যঃ রক্তদান জাতীয় পরিবার দলটির সকল সদস্যগন বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ছাত্র। তাদের প্রধান লহ্ম্যই হচ্ছে দেশের সকল জেলায় বিনামূল্যে রক্তদানকারি দল তৈরি করা।এবং বিপদগ্রস্ত জনমানুষের সেবাপ্রদানের মাধ্যমে তাদের পাশে দাড়ানো।অভাবগ্রস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।এতিমদের খাবার বিতরন তাই আপনারা যারা পোষ্টটি পড়ছেন তাদের কে আহ্বান করবো এই টিমের সাথে যুক্ত হয়ে দেশের মানুষের সেবায় অংশনিন।
বিনামূল্যে রক্ত সংগ্রহের উপায়ঃ 
উক্ত সংগঠনের কার্যক্রোম শুধুমাত্র অনলাইনে হয়ে থাকে। তাই তাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে হবে। এর পর তাদের ৪৪.৫ হাজার সদস্যের এই গ্রুপে পোষ্ট করতে হবে। পোষ্ট করার নিয়ম।

  • রোগীর সমস্যার উল্লেখ করতে হবে। (কি রোগ তা সঠিকভাবে লিখতে হবে।)
  • রোগী কোন হাসপাতালে কত নাম্বার কক্ষে বেড নাম্বার সহ লিখতে হবে।
  • কত ব্যাগ ব্লাড প্রয়োজন তা কোন সময়ে লাগবে সেটা উল্লেখ করতে হবে।
  • রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ জানা থাকলে লিখবেন।
  • রক্তের গ্রুপ লিখতে হবে।
  • যোগাযোগের জন্য মোবাইল নাম্বার লিখে পোষ্ট করতে হবে।
পোস্ট করার সাথে সাথেই তাদের ম্যানেজমেন্ট টিম উক্ত গ্রপের ডোনারদেরকে কমেন্টে মেনশন করে দিবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে। ব্লাড নিতে পারবেন।
ফেইসবুক গ্রুপের লিংকঃ এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য ফেইসবুকে গিয়ে রক্তদান জাতীয় পরিবার  লিখে সার্চ করলে রক্তদান জাতীয় পরিবার - Blood Donation National Family এই নামে একটি গ্রুপ পাবেন গ্রুপের সদস্য সংখ্যা ৪৪.৫ হাজার। গ্রুপের পিকচারটি উপরে দেয়া আছে।সেটা দেখে শনাক্ত করুন।
কোন কোন গ্রুপের ব্লাড পাওয়া যায়ঃ এই গ্রুপে সকল জেলা থেকে ব্লাডের জন্য পোষ্ট করতে পারবেন। কেননা গ্রুপে সকল জেলার ডোনার সংযুক্ত আছে।
আর Blood Group সকল গ্রুপের ব্লাড ডোনার রয়েছে তাই আপনার সহজ থেকে জটিল সকল গ্রুপের রক্তের জন্য পোষ্ট করতে পারেন। আশা করি পেয়ে যাবেন। 
এই পোষ্ট পড়ে আপনার উপকার হলে অবশ্যই পোষ্টটির লিংক ফেসবুকে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে অনেকের প্রাণ। দয়া করে কিপ্টামি করবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

© Neurologyhealthinfo. All rights reserved. Distributed by ASThemesWorld