দাউদ রোগ চিরতরে শেষ হবে যে চিকিৎসায়

দাউদের আধুনিক চিকিৎসায় টারবিনাফিন ট্যাবলেট, টারবিনাফিন গ্রানিউলস, টারবিনাফিন এন্টিফাংঙ্গাল ক্রিম বর্তমান খুবই কার্যকর।

দাউদ ও চুলকানি রোগের চিকিৎসা

গরমে দাদ একটি যন্ত্রণা দায়ক ব্যধি। ফাংঙ্গাল এর কারণে শরীরের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে পারে এবং যে কোন বয়সের মানুষ ও প্রাণীর দেহে হয়ে থাকে। পায়ের পাতা, হাটুর নিচে হাতের পেশীতে মাথা নাভীর নিচে এমনকি হাতের আঙ্গুলে হয়। দাদ আক্রান্ত জায়গার উপর  ভিত্তি করে এর আলাদা নামকরণ রয়েছে। দাদ কে চিকিৎসকদের ভষায় বলা হয় টিনিয়া (tinea) দাদ কে রিংওয়ার্ম (ringworm) বলা হয়। কেননা এই রোগ দেখতে বৃত্তের মত গোলাকার এবং লালচে হয় তাই বিশেষজ্ঞরা এর নামকরণ করেছে রিংওয়ার্ম Ringworm ইংরেজি শব্দ বাংলায় একে দাদ বা দাউদ ও বলে। দাদ  ফাংঙ্গাল ছত্রাক থেকে ছড়ায়  প্রচন্ড সংক্রামক ছোঁয়াচে রোগ। খুব সহজেই একজন ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তি বা পশু প্রাণির ত্বকে সংক্রামিত হয়। দাদ আক্রান্ত ব্যক্তির ব্যবহারিত পোশাক ব্যবহার এবং সংস্পর্শে এই ছত্রাক অন্যকে আক্রান্ত করে।


দাদ রোগের লক্ষণ

দাদ  যে স্থানে আক্রান্ত হয়। সে অংশে প্রচুর চুলকায় এবং ছোট আকৃতির রিং তৈরি হয় এবং চুলকানোর ফলে এর থেকে আটালো পদার্থ চারদিকে ছড়িয়ে পরে এবং রিং বড়ো হতে থাকে। রিংয়ের চারদিকে ফুসকুড়ি ওঠে হালকা ব্যথা অনুভব হয়। দাদ আক্রান্ত স্থানে চুলকালে খুব স্বস্তিবোধ হয়। শরীরের যে কোন স্থানে দাদ হলে তাকে টিনিয়া কর্পোরেসিস বলে। 

ringworm treatment/ দাদের চিকিৎসা  

দাদ রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বেশিরভাগ মানুষই যে ভুলটি করে। বিভিন্ন বাম ব্যবহার করে যেগুলোর কোন বাস্তবে ভ্যালু নেই কল্পনায় প্রখর বিশ্বাসী অনেকই লবন শিম পাতা পেস্ট করে লাগিয়ে দেয়। আবার অনেকেই এসব কাল্পনিক বিষয় থেকে বেচে গেলেও  চিকিৎসকের পরামর্শ ছাড়াই অন্যের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করেন। এতে করে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আজে বাজে ঔষধ সেবনের ফলে ফাংগাস বিরোধী ঔষধ আর কাজ করে না। ফলে দাদ চিরস্থায়ী সমস্যা হয়ে থাকে। এবং আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গা গ্রাস করে ফেলে। এবং ঔষধ কার্যকর হয় না এধরণের রোগীর ক্ষেত্রে ইনজেকশন দিতে হয়।

মনে রাখবেন দাদ এর লক্ষণ বুঝতে পারলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরো ডোজ শেষ করুন।

দাদের চিকিৎসায় এন্টি ফাংঙ্গাল কিছু ঔষধ যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে।


উচ্চ রক্তচাপ সম্পর্কে জানুন


নির্দেশনা ( medicine for ringworm)


টারবিনাফিন ট্যাবলেট: পা অথবা হাতের আঙ্গুলের নখের ডার্মাটোফাইটস্ (টিনিয়া আনগুইয়াম) জনিত অনিকোমাইকোসিস-এর চিকিৎসায় নির্দেশিত ।


টারবিনাফিন গ্রানিউলস: এটি টিনিয়া ক্যাপাইটিসে দাদের চিকিৎসায় নির্দেশিত। (ringworm medicine) 


টারবিনাফিন ক্রীম / ringworm cream

ট্রাইকোফাইটন (যেমন, টি. রোবরাম, টি. মেন্টাগ্রোফাইটস, টি. ভেরুকোসাম, টি. ভাইয়োলেসিয়াম) মাইক্রোস্পোরাম ক্যানিস এবং এপিডার্মোফাইটন ফ্লোকোসাম-এর দ্বারা সৃষ্ট ত্বকের ফাংগাল সংক্রমনে। ত্বকের ইষ্ট জনিত সংক্রমণে বিশেষভাবে ক্যানডিডা প্রজাতি (ফেমন, সি. এ্যালবিকানস্)। পিটাইরোস্পোরাম অরবিকিউলার (ম্যালাসেজিয়া ফারফার হিসাবেও পরিচিত) কারনে পিটাইরিয়াসিস (টিনিয়া) ভার্সিলর।

ringworm cream in bangladesh

  1. Mycofin 5/10 mg cream (SK+F)
  2. Xfin 10mg cream (square)
  3. Elvina 10 mg cream  (health care)

এগুলো best atifungal cream cream for ringwarm
উপরোক্ত তিনটি কোম্পানি ছাড়াও অন্যান্য কোম্পানির দাদ রোগের ক্রিম এর নাম ও মুল্য জানতে এই পোস্টটি পড়ুন । 


যেভাবে কাজ করে ( tinea corporis treatment ) 


টারবিনাফিন, একটি অ্যালাইলঅ্যামিন জাতীয় অ্যান্টিফাংগাল fungal infection treatment যা স্কোয়ালিন ইপক্সিডেয এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাংগাসের কোষ ঝিল্লীর একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরল এর সংশ্লেষণ থামিয়ে দেয়। ফলশ্রুতিতে কোষের ভিতরে স্কোয়ালিন এর ঘনত্ব বেড়ে যায় এবং কোষঝিল্লীর প্রবেশ্যতা বেড়ে যায়। তবে এ ঘটনাটি কোষের ভেতরে আরগোস্টেরলের ঘাটতির বা অভাবের কারণে ঘটেনা। দেহের বাইরে, ওষুধ এবং ফাংগাসের ঘনত্বের উপর নির্ভর করে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড ফাংগাল নাশক হিসেবে কাজ করে। যদিও দেহের বাইরে সংঘটিত এ পরীক্ষার ক্লিনিক্যালি কোন তাৎপর্য পাওয়া যায়নি। টারবিনাফিন ট্রাইকোফাইটন মেনটাগ্রোফাইট, ট্রাইকোফাইটন রাবরাম অণুজীবের অধিকাংশ স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকারিতা প্রকাশ করে। টারবিনাফিন ত্বকের স্ট্র্যাটাম করনিয়াম, নখ এবং চুলে প্লাজমা ঘনত্বের চেয়ে বেশী পাওয়া যায়।


মাত্রা ও সেবনবিধি


টারবিনাফিন ট্যাবলেট


• হাতের নখের অনিকোমাইকোসিস-এর চিকিৎসার ক্ষেত্রে: টারবিনাফিন ২৫০ মিগ্রা (১টি ট্যাবলেট) প্রতিদিন ১ টা করে ৬ সপ্তাহ।


• পায়ের নখের অনিকোমাইকোসিস-এর চিকিৎসার ক্ষেত্রে: টারবিনাফিন ২৫০ মিগ্রা (১টি ট্যাবলেট) প্রতিদিন ১ টা করে ১২ সপ্তাহ।


মাইকোলজিক্যাল কিউর এবং চিকিৎসা বন্ধের কয়েক মাস পর সর্বোচ্চ ক্লিনিক্যাল ফলাফল দেখা যায়। ইহা সুস্থ্য নখের বৃদ্ধির সময়ের সাথে সম্পর্কিত।


টারবিনাফিন গ্রানিউলস


শরীরের ওজন: <২৫ কেজি: ১২৫ মিলিগ্রাম/দিন ৬ সপ্তাহ পর্যন্ত


শরীরের ওজন: >২৫-৩৫ কেজি: ১৮৭.৫ মিগ্রা/দিন ৬ সপ্তাহ পর্যন্ত


শরীরের ওজন: >৩৫ কেজি: ২৫০ মিলিগ্রাম/দিন ৬ সপ্তাহ পর্যন্ত


টারবিনাফিন ক্রীম 

টারবিনাফিন ক্রীম দিনে ১ বার অথবা ২ বার ব্যবহার করা যেতে পারে। টারবিনাফিন ক্রীম ব্যবহারের পূর্বে দেহের আক্রান্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। ত্বকের আক্রান্ত অংশে এবং এর আশে পাশে পাতলা ভাবে ক্রীম প্রয়োগ এবং হালকা ভাবে মালিশ করতে হবে। ইন্টারট্রিজিনাস সংক্রমন (সাবমেম্মারি, ইন্টারডিজিটাল, ইন্টারগ্লুটিয়াল, ইনগুইনাল) এর ক্ষেত্রে প্রয়োগকৃত ক্রীম গজ এর সাহায্যে ঢেকে রাখতে হবে, বিশেষত রাতের বেলা। চিকিৎসাকাল নিম্নোক্তভাবে হয়:

টিনিয়া করপোরিস, ক্রোরিস: এর ক্ষেত্রে  ১ থেকে ২ সপ্তাহ।

টিনিয়া পেডিস: এর জন্য ১ সপ্তাহ।

কিউটেনিয়াস ক্যানডিডিয়াসিস: এর জন্য ২ সপ্তাহ।

পিটাইরিয়াসিস ভার্সিকলার: এর জন্য ২ সপ্তাহ।

কিছুদিনের  ব্যবহারের মধ্যেই রোগের লক্ষণমুক্তি হবে। অনিয়মিত ব্যবহার অথবা অপূর্ণকালিন চিকিৎসা পরিত্যাগে রোগ পুনরাবৃত্তির ঝুঁকি থাকে। যদি দুই সপ্তাহ পরও উন্নতির কোন লক্ষণ না থাকে, তবে রোগ নির্ণয় আরও যথাযথ ভাবে করতে হবে।


* চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

© Neurologyhealthinfo. All rights reserved. Distributed by ASThemesWorld