হৃদরোগ হলে যে কাজ ভুলেও করবেন না।

করোনারি আর্টারি কার্ডিওলজি হলো হৃদরোগ বা হার্টের সাথে সম্পৃক্ত রোগ। লক্ষন ১. বুক জ্বালা, ২.স্বাসকষ্ট

 

হার্ট-স্পন্দনের-ছবি

কার্ডিওলজি কি :

করোনারি আর্টারি কার্ডিওলজি হলো হৃদরোগ বা হার্টের সাথে সম্পৃক্ত রোগ। হৃদরোগ বিশেষজ্ঞ কে কার্ডিওলজিস্ট বলা হয়।

কিভাবে কার্ডিওলজি বা হৃদরোগ লক্ষণ শনাক্ত করবেন?

হৃদরোগ মুলত হার্টের সমস্যার থেকে সৃষ্টি হয়। হার্টের আশে পাশে কোনো ধরণের ব্যাথা, চাপ অনুভব করা শ্বাসকষ্ট হার্টের স্পন্দন বেড়ে যাওয়া। অনেক সময় হার্টের স্পন্দন কমেও যাওয়া বুক জ্বালা পোড়া হৃদরোগের বিশেষ উদাহরণ। এমন সমস্যা হলে আতঙ্কিত না হয়ে। ধৈর্য্য ধারণ করুন। এবং খুব দ্রুত আপনার হার্টের একটি ইসিজি টেস্ট করান। বিশেষজ্ঞদের মতে ইসিজির মাধ্যমে ৩৩% হৃদরোগ শনাক্ত করা সম্ভব। এছাড়াও বিভিন্ন আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে যার মাধ্যমে হৃদরোগ সনাক্তকরণ খুবই সহজ হয়েছে। এগুলো জানার জন্য পোষ্টের শেষ পর্যন্ত পড়ুন।

হৃদরোগে লক্ষন দেখা দিলে যে ভুল কখনো করবেন না :

বুক জ্বালা পোড়া বা হালকা ব্যথা অনুভব করলে বেশিরভাগ মানুষই যে ভুলটি করে তা হলো গ্যাসট্রিক এর ব্যথা বা পাকস্থলীর সমস্যা মনে করে ডাক্তারের পরামর্শ না নিয়েই গ্যাসের অসুধ সেবন করেন। এমন ভুল কখনোই করবেন না। এমন উপসর্গ দেখা দিলে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

 

হৃদরোগের প্রয়োজনীয় টেস্ট:

বর্তমান হৃদরোগ নির্ণয়ের জন্য মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং (MPI) Myocardial Perfusion Imaging একটি কার্যকরি প্রক্রিয়া বর্তমান এই পদ্ধতি আসার ফলে হৃদরোগ নির্নয় অত্যন্ত সহজ হয়েছে। এই টেস্ট দুই ধাপে সম্পন্ন হয়ে থাকে।

১. Stres বা ব্যয়াম। 

২. Rest বিশ্রাম। 

এই দুইটি ধাপে কার্ডিওলজি হৃদরোগ সনাক্তকরণ করা হয়।

কার্ডিওলজিস্ট হৃদরোগের ডাক্তার

Prof. Dr. AQM Reza  Interventional Cardiologist. Sr. Consultant- Blood Pressure, Heart Disease

প্রফেসর ড. একিউএম রেজা ইন্টার্ভেশনাল হৃদরোগ বিশেষজ্ঞ। এস আর কনসালটেন্ট ব্ল্যাড প্রেশার, হার্ট রোগ।
একজন হৃদরোগ বিশেষজ্ঞ। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা। একটি সরকারি হাসপাতাল।

একটি মন্তব্য পোস্ট করুন

© Neurologyhealthinfo. All rights reserved. Distributed by ASThemesWorld